হাট্টিমাটিম গল্প



টাট্টুকে আজ আনতে দিলাম 
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে 
মস্ত একটা ডিম। 


বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।

সন্ধ্যা সকাল যখন দেখো 
দিচ্ছে ডিমে তা 
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা। 

উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি 
আজব দু'পা বেড়ায় ঘুরে 
গাঁয়ের যত বাড়ি। 

সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত 
কুপি জ্বালায় দিনের শেষে 
যখন নামে রাত। 

উঠোন ঝাড়ে বাসন মাজে 
করে ঘরের কাম 
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।

চোখ না থাকায় এ দুর্গতি 
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই। 

বাসন মেজে সামলে রাখে 
ময়লা ফেলার ভাঁড়ে 
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে। 

শিঙের দেখা মিলল ডিমে 
মাস খানিকের মাঝে 
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে। 

গাঁয়ের মোড়ল পান চিবিয়ে 
বলল বিচার শেষ 
এই গাঁয়ে ডিম আর রবে না 
তবেই হবে বেশ। 

মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে 
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে। 

গাঁয়ের মানুষ একসাথে সব; 
সবাই ভয়ে হিম 
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম। 

হাট্টিমাটিম টিম- 
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।

27 comments:

  1. প্রত্যেক লেখার সাথেই লেখক বা কবির নাম উল্লেখ করা অত্যাবশ্যক । তা না হলে ইন্টেলেকচুয়েল কপিরাইট আইন অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ । কাজেই অনুরোধ করছি প্রতিটি লেখার সাথে কবি বা লেখকের নাম উল্লেখ করুন। পাঠকও উপকৃত হবে। ধন্যবাদ ।

    ReplyDelete
    Replies
    1. আপনার বিশেষ অবগতির জন্য জানাচ্ছি এই ব্লগ এর প্রতিটি লেখা আমার মৌলিক লেখা।

      Delete
    2. মুশকিল হলো দেখছি! এটা আপনা মৌলিক লেখা কি করে হয়? ‘হাট্টিমাটিম টিম’ তো রোকনুজ্জামান খান ওরফে দাদাভাই এর লেখা বলেই জানি।

      Delete
    3. ‘হাট্টিমাটিম টিম’ ছড়াটি রোকনুজ্জামান খান ওরফে দাদাভাই এর লেখা, আপনার জানায় কোন ভুল নেই। তবে, 'হাট্টিমাটিম গল্প' শিরোনামের ছড়াটি আমার মৌলিক লেখা। আশা করি আপনার কাছে বিষয়টি পরিষ্কার করতে পারলাম।

      Delete
  2. দারুণ ভাল লাগল।

    ReplyDelete
  3. মুশকিল হলো দেখছি! এটা আপনা মৌলিক লেখা কি করে হয়? ‘হাট্টিমাটিম টিম’ তো রোকনুজ্জামান খান ওরফে দাদাভাই এর লেখা বলেই জানি।

    ReplyDelete
  4. দাদাভাই এর লেখাটা অনেকদিন পর আবার পড়লাম। ইদানীং রোকনুজ্জামান দাদাভাই এর লেখাটা দেখি ফেসবুকে ভাইরাল হয়েছে। লেখকের নাম না দেয়াতে এই ব্যক্তি অচিরেই কেইস খাবে, ইতিমধ্যে এই পাইরেসিটি সাংবাদিকদের নজরে এসেছে

    ReplyDelete
  5. লেখাটা অনেকদিন পর আবার পড়লাম। ইদানীং রোকনুজ্জামান দাদাভাই এর লেখাটা দেখি ফেসবুকে ভাইরাল হয়েছে। শেষ অংশটুকুর আগের অংশ টুকুও সবাই দাদাভাইয়ের লেখা বলছে। লেখকের নাম না দেয়াতে কিছু ব্যক্তি ফেসবুকে কনফিউশন তৈরি করছে।ইতিমধ্যে এই পাইরেসিটি সাংবাদিকদের নজরে এসেছে,ক্লিয়ার করা দরকার। আপনার ছড়া কেন সবাই দাদাভাইয়ের নামে চালাবে , নাদিয়া ,এই বিষয়ে ব্যবস্থা নেন।

    ReplyDelete
    Replies
    1. http://www.somewhereinblog.net/blog/nadia3zaman/30233803

      সামহোয়্যার ইন এ এই বিষয়ে একটি পোস্ট লিখেছিলাম, পড়ে দেখবেন।
      আর কে, কি ভাবে এই ভুল তথ্যটি ছড়ালো তা আমার ও বোধগম্য হচ্ছে না।

      Delete
  6. নাদিয়া, নিচের চার লাইন ব্যাতিত উপরের পুরা লেখাটাই আপনার?����

    ReplyDelete
  7. জী ... কিন্ত সবার এতো দ্বিধার কারন খুজে পাচ্ছি না !!!

    ReplyDelete
  8. সমস্যাটি হল 52 লাইনে লেখা এই সম্পূর্ণ অংশটি viral হয়েছে whatsapp এ ও দাদাভাই এর নাম করেই। কয়েকজন সাহিত্য চর্চা করা মানুষও এই কথা ই ছড়াচ্ছেন। অতএব একটা জোরালো জবাব তাদের সামনে পেশ করার জন্যে আমরাও মুখিয়ে আছি।

    ReplyDelete
    Replies
    1. ছড়া নিয়ে সামোয়্যার ঈন এ আমার লেখা ক্লিয়ারিফিকেশন এর লিঙ্ক টি তাদের পোস্ট করে দিন।
      http://www.somewhereinblog.net/blog/nadia3zaman/30233803

      Delete
  9. আজ সবটা ছড়া পড়লাম।
    ভালো লাগল

    ReplyDelete
  10. Nadia Zaman
    তার মানে আপনি বলতে চাইছেন আপনি লেখাটা কে এডিট করেছেন।

    ReplyDelete
    Replies
    1. মূল ছড়ার সাথে মিল রেখে প্রথম অংশটুকু লিখেছি মাত্র।

      Delete
  11. হাট্টিমা টিম টিম এর অর্থ কি ?

    ReplyDelete
  12. এটা বর্তমান মানুষ যার যার মত করে অর্থ করে।
    তার বক্তরা বলে এটা রূপক ছড়া।
    আর অন্যরা বলে নিরর্থক ছড়া।
    কিন্তু এটি কবি রোকনুজ্জামান দাদাভাই ১৯৬২ সালে প্রকাশ করেন। কবিতাটি মুলত ৪ লাইনের।
    ছড়া মানেই হলো কবিতা সাহিত্যে মিস্রি মিস্রিত করে শিশুদের ইকটু আনন্দে শিক্ষা দেয়া।
    এটা কোনো নিরর্থক কবিতা নয়।
    এখানে কবি শামুকের জীবন প্রনালী উল্লেখ করেছেন।
    হাট্টিমাটিম টিম= হাটে টিম টিম ওর্থাৎ ধীরে ধীরে হাটে।
    তাদের খারা দুটো শিং = শামুক যখন হাটে তখন তাদের সামনের দিকে দুটো শিংয়ের মত দেখা যায়, যেটা শামুকের চোখ। এটাকে কবি শিং বলেছেন।
    তারা মাঠে পারে ডিম= শামুকে জমিতে ডিম পারে, যাকে কবি মাঠ বলেছেন।

    ReplyDelete
  13. হাট্টিমাটিম টিম চার লাইনের ছড়াটি অনেক পুরোনো প্রচলিত ছড়া, মোটেই দাদাভাইয়ের লেখা নয়।

    ReplyDelete
  14. আপনার কবিতা নিয়ে কিছু লেখালেখি দেখলাম। আপনার জানায় কিছুটা ভুল আছে, সাথে বাকিদেরও। দয়া করে হাট্টিমাটিম টিম শিরোনামে উইকিপিডিয়া আর্টিকেলটি পড়ে নেবেন। অনেক ভুল জানা দূর হবে আশা করি। ❤️

    ReplyDelete
  15. আমি এখনো বুঝতে পারছি না এই ছড়াটির আসল লেখক কে। আর ৫২ লাইনের এই ছড়াটা যদি কপি হয় তাহলে আসল ছড়া কোনটি??

    ReplyDelete
  16. এইটা নিয়ে কড়া অবস্থা 😑 ফ্যাক্টচেকের পোস্ট দেখে জানতে পারলাম আপনার লেখা।ছড়াটা অনেক ভালো হয়েছিল কিন্তু

    ReplyDelete