ভুলের মাশুল


তোমায় ভালোবাসাই ছিল 
লাইফে বড় ভুল 
তাইতো এখন কেঁদেই মরি 
পাইনা খুঁজে কূল ।


শান্ত শিষ্ট ভেবে তোমায় 
দিতাম আমি ফুল 
সকাল বিকাল এখন তুমি 
ফোটাও আমায় হুল । 


তোমার মুখের মধুর কথায় 
হতাম যেথায় মুগ্ধ 
বাঘের মতন হুংকারে হই 
এখন আমি স্তব্ধ ।


ইটিশ পিটিশ মিষ্টি কথায় 
ভরতে আগে মন 
এখন খালি ধমকই দাও 
বন্ধ রাখো ফোন । 


তোমার পিছে ঘুরে আমার 
পকেট হল ফক্কা 
এখন তোমার কাণ্ড দেখে 
পাচ্ছে আমার অক্কা !


ছেঁড়ে দে মা কেঁদে বাঁচি 
এই হয়েছে হাল
প্রেমের নায়ে পা দিয়ে 
ভাই হারিয়েছি তাল ... 

ভুলের মাশুল 

No comments:

Post a Comment