এমন যদি হতো

একবার চোখ বুজে ভাবো দেখি সিনটা 
রাস্তায় যানজট নাই পুরো দিনটা 
হুট-হাট রাতে আর হচ্ছিনা অন্ধ 
লোডশেডিং এর দৌড় একেবারে বন্ধ ।

উৎকোচ ঘুষ দিতে হবে না আর কিছুতে 
থেমে যাবে ভাঙচুর ছোট ছোট ইস্যুতে । 
দলে দলে কোন্দল হানাহানি ধ্বংস 
এই সব কাজে কেউ নিচ্ছেনা অংশ ।

মানবতা প্রতি প্রাণে তাই সবে ব্যস্ত
কল্যাণ কাজে লোকে এক মনে ন্যস্ত ।
অসহায় দুস্থের সেবা হবে লক্ষ্য 
স্বার্থের লোভে কেউ গড়বে না সখ্য । 

অর্থের মোহ থেকে জুটে যাবে মুক্তি 
এক হয়ে রবো সবে, একতাই শক্তি ।
আনমনে বসে একা এই ছবি আঁকছি 
সফল তা কবে হবে তাই বসে ভাবছি ।


2 comments: