ব্যস্ত জীবন শক্ত বিবেক

শহর মুখী মানব জীবন 
কাজই হেথায় মুখ্য 
কেউ কারো ভাই নেয় না খবর 
কেউ বাটে না দুঃখ । 

নিজের মতন ব্যস্ত থাকে 
নিজের পথেই চলে 
দরজা খুলে কাওকে পেলে
হাই হ্যলো টুক বলে ।
 
পথে কারো ঘটলে বিপদ 
কে দেখে ভাই ফিরে 
যে যার মত ছুটতে থাকে 
ফিরতে আপনর নীড়ে ।

মানবতা হারাচ্ছে ভাই 
এমনি ধীরে ধীরে 
শক্ত বিবেক হয় না ক্ষত 
দংশনের ই তীরে । 



No comments:

Post a Comment