বাবা হওয়ার স্বপ্ন

একটা শুধু স্বপ্ন খোকার চায় সে হতে বাবা 
দুষ্টুমি কেউ করলে তাকে বাগিয়ে দেবে থাবা 
কথায় কথায় ভাইয়াকে সে বলবে গবেট হাবা 
অংক কিছু পারিস না তুই ঘাস ই বসে চাবা । 
সকাল বেলা পত্রিকাটা আসবে আগে হাতে 
মাছের মুড়ো মণ্ডা মিঠাই পরবে তারই পাতে । 
ইচ্ছে হলে যখন তখন চড়বে কষে গাছে 
আম পেয়ারা বড়ুই খাবে বকবে না কেউ পাছে । 
ভোরে উঠে ইশকুলে আর হবে না ভাই যেতে 
বেতের বারি স্যরের বকা তাও হবে না খেতে ।
সেজে গুজে অফিস যাবে করবে না কেউ মানা 
কুটুর মুটুর ইংরেজিতে বলবে কথা টানা ।
যখন খুশি বেল বাজিয়ে জোরসে দেবে হাঁক 
লজেঞ্চুস আর মিঠাই দিয়ে টেবিল ভরা থাক । 
এসব ভেবে ছোট্ট খোকার মনটা হল ভার 
বাবা হবার স্বপ্ন কবে পূরণ হবে তার । 













No comments:

Post a Comment