আহ্লাদ আবদার


জুঁই চামেলি গোলাপ ফোটে 
ছড়ায় সুবাস গন্ধ 
পর্দাটা মা দাও সরিয়ে 
জানলা কেন বন্ধ ?  


বাইরে বুঝি নামবে দেয়া 
আকাশ টা তাই ভারি 
বৃষ্টিতে মা ভিজতে দিও
নইলে নেব আড়ি । 


ঐ শোন মা কুয়ার ধারে 
ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ 
মেঘলা আকাশ তাই দেখে 
সব নাচছে কোলাব্যাঙ । 


খুটুর খাটুর শব্দটা কি 
যাচ্ছে তোমার কানে ! 
দাদু-মনি আয়েশ করে 
দিচ্ছে ছেঁচা পানে । 


ধুপুর ধাপুর আওয়াজটা মা 
আসছে কেন আজ ? 
ঢেঁকিতে কেউ করছে নাকি 
জোর লাগিয়ে কাজ ! 


কাল ভোরে মা জাগিয়ে দিও 
ছুটবো আমের বাগে 
আম কুঁড়াতে পৌঁছে যাবো 
আমিই সবার আগে । 


টাপুর টুপুর বৃষ্টি নামে 
ঘরে ফুলের বাস 
ছোট্ট খুকুর মনে জাগে 
কত্ত রকম আশ ।


No comments:

Post a Comment