ভোরবেলা ঘুম ভাঙে বউয়ের চিৎকারে
ঘড়ির কাঁটাটা দেখে হার্টের বিট বারে
কোনমতে কাঁধে ফেলে গামছা ও লুঙ্গি
পেপারটা নিয়ে বসি , শিরোনাম এ মন দি ,
বেলচাটা তেড়ে যেই বউ আসে মারতে
পত্রিকা ছেড়ে যাই গোসলটা সারতে ।
গোসলের মাঝামাঝি পানি হয় বন্ধ
চোখ বুজে বসে পরি যেন আমি অন্ধ ,
এই ফাঁকে শুরু হয় দরজায় ধাক্কা
ভেতরে পরেছি আমি বেকায়দায় আটকা ।
কোনমতে বের হই ঝামেলাটা মিটিয়ে
নাস্তাটা সেরে নেই পরোটা আর টি দিয়ে ...
এরই মাঝে চোখে পড়ে বাজারের লিস্টটা
বউ বলে দিয়ে যেও আরও কিছু এক্সট্রা !
তড়িঘড়ি কি যে করি টাকা দিয়ে কেটে পরি
হাঁপাতে হাঁপাতে ধরি অফিসের বাসটা ;
অফিসে কাজের চাপ বসের বাক্যালাপ
সব কিছু মিলে ঝিলে বেশুমার কাণ্ড
শান্তি কথাও নেই আজকে দুদণ্ড
অবশেষ কাজে ফেঁসে হয়ে যাই পেরেশান
পাশের কলিগ বলে - টাইম শেষ বাড়ি যান !
তড়িঘড়ি তড়িঘড়ি করে ফের বাস ধরি
ফিরে যাই বাড়ি আমি হয়ে ভারি ক্লান্ত
একই ভাবে কেটে যায় আমার দিনান্ত ।
No comments:
Post a Comment