আমার কষ্ট

হে বিধাতা একটু শুধু 
শোন মনের ব্যথা 
আমার মুখেও ফুটিয়ে দাও 
ওদের মত কথা । 
পেটটা যখন ভরা থাকে 
খাওয়াতে চায় ঠেশে ; 
আটকাতে চাই তবু 
বমি বেরিয়ে আসে শেষে । 
কাঁদলে ক্ষুধায় ঘুম পাড়ানি 
গান শোনাবে হেসে , 
কিংবা হাতে ধরিয়ে দিবে
খেলনা পুতুল এসে । 
বাথরুমটা চাপলে পরে 
থাকবে নিয়ে কোলে - 
চাপ কমলে পটির উপর 
রাখবে আমায় ধরে । 
আজব দেশে হঠাৎ এসে 
আটকে গেছি আমি 
পাচ্ছে হাসি দেখে সবার 
আজব এ পাগলামি । 
অদ্ভুত সব শব্দ করে 
আমায় নিয়ে কোলে 
কুটু কুটু পুটু পুটু 
কি যেন সব বলে ।
বয়স আমার অনেক হল 
২৫ দিন এ পরব 
কবে বল মুখ ফুটে সব 
কথা আমি বলব । 
মানুষ গুলো আজব ভাবে
সাদাই করে ত্যক্ত । 
তবু ওদের ভালোই বাসি 
আদরে হই সিক্ত । 

No comments:

Post a Comment