অলীক স্বপ্ন

একটা কথা বলার ছিল একটু যদি শুনতে -
আমায় নিয়ে রাজ্য জয়ের স্বপ্ন যদি বুনতে । 
সাগর সেঁচে আমার জন্য মুক্তো যদি আনতে 
আমায় পেয়ে ধন্য তুমি পারতো সবাই জানতে ।
আমার কষ্টে রুষ্ট হয়ে আঘাত যদি হানতে -
আমায় অনেক ভালোবাসো বাধ্য হতাম মানতে 
রাক্ষস এক দুর্গে যদি রাখতো আমায় ধরে 
ছাড়িয়ে নিতে আসতে তুমি পঙ্খীরাজে চড়ে ; 
এক দমেতে আনতে তুলে পুকুর থেকে ভোমরা 
রাক্ষসদের কবল থেকে মুক্ত হতাম আমরা । 
অন্য দেশের রাজপুত্র আমায় নিলে তুলে 
হারিয়ে দিয়ে যুদ্ধে তাকে চড়িয়ে দিতে শূলে । 
সাগর পাড়ে প্রাসাদ তুমি আমায় দিতে গড়ে,  
আমার জন্য সোনার হরিণ আনতে যদি ধরে !
আলাদীনের দৈত্যটাকে করতে আমার ভৃত্য 
চমকে যেত দেখে সবাই তোমার এ কৃতিত্ব ।
এমন কেন হয় না বল, ভাবছি আমি যেসব  
পারতে যদি আমার জন্য করতে তুমি এসব ! 


No comments:

Post a Comment