ম্যারেড লাইফ ভ্যালেন্টাইন

আজকে নাকি ভ্যালেন্টাইন-
বলছে দেখি ওরা
দোকান থেকে কিনছে যারা 
রঙিন ফুলের তোড়া
মনটা আমার নড়ে ওঠে
চারপাশটা দেখে 
ফুল কিনে আজ পার্কে যাবো 
বাজার করা রেখে 
ভালোবাসার টায়ার মনে 
ফাটল যে ঠুস ঠাস ...
ফুলের দামের বাহার দেখে 
পড়লো মাথায় বাঁশ 
যাহোক শেষে বীরের বেশে 
কিনে ফুলের তোড়া 
নিজকে হঠাৎ মনে হল 
তরুণ এবং ছোড়া 
কি করি আজ ভেবে না পাই- 
দোদুল্যমান মনটা 
পকেট থেকে হঠাৎ করে 
উঠলো বেজে ফোনটা 
"খবরটা কি, কোথায় তুমি 
অফিস তোমার ৯ টায় -
বাবুকে আজ আনতে যেয়ো 
ছুটি হবে দেড়টায় "
বউয়ের কথায় আমার মাথায় 
জ্ঞানটা এলো ফিরে 
ম্যারেড আমি, ফুল নিয়ে তাই 
ফিরতে হবে নীড়ে ।
ভ্যালেন্টাইন হল না আর 
পার্কে পালন করা 
বউ আছে তাই তার কথাতেই 
করছি নড়াচড়া । 


No comments:

Post a Comment