তোমার হাসি আমার ভীষণ ভালো লাগে
যদিও,তুমি খুব কম হাসো
তবুও...
যখনই হাসো,তার মাঝেই খোঁজার চেষ্টা করি
সত্যিকার অর্থে আমায় কতটুকু ভালোবাসো ?
কতটুকু ব্যাকুল আমার জন্য ?
আমার অনুপস্থিতিতে কতটা একা লাগে তোমার ?
আমাকে হারানোর ভয়ে
কতটা কম্পমান তোমার হৃদয় ?
সত্যি বলছি,
তোমার হাসি আমার ভীষণ ভালো লাগে
আচ্ছা...
যেমন করে তুমি আমার সামনে হাসো ,
এই আমি যদি আমি না হয়ে অন্য কেউ হতাম
তবেও কি তুমি এমনি করেই হাসতে ?
বিশ্বাস করো,
তোমার হাসি আমায় সত্যিই মুগ্ধ করে ।
তবে...
মাঝে মাঝে যে ভয় হয় না , তা কিন্তু নয়
কম্পিত হৃদয় এই ভাবে শঙ্কিত হয়;
যদি কখনো ভুল বোঝো আমাকে ,
বঞ্চিত করো তোমার হাসির স্পর্শ থেকে
নাহ...
এতটা কষ্টকর পরিস্থিতির কথা ভাবার মতন
সাহস আমার নেই ।
যদিও তোমার হাসি আমার মনে হাজারো প্রশ্ন জাগায় ,
তবুও তোমার এই হাসি আমার ভীষণ ভাল লাগে
তোমার হাসি আমি সত্যিই ভালোবাসি ।
No comments:
Post a Comment