আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
তোমার জন্য হাসি মুখে পরবো গলায় ফাঁসি ।
তোমার জন্য রক্ত কেন দিতে পারি প্রাণও
তোমায় নিয়ে ছড়া কেন গাইতে পারি গানও ।
তোমার কোলে জন্ম বলে ধন্য হলাম আমি ,
তুমি আমার প্রাণের প্রিয় সাধের জন্মভূমি
শত্রু যদি আসে কভু হানতে তোমায় আঘাত ;
শত্রুর হাত গুড়িয়ে দিয়ে করব কাজের ব্যাঘাত ।
একান্ন আর একাত্তরের সাহস নিয়ে বুকে ,
বর্গী এলে আমরা সবাই দাঁড়াবো যে রুখে ।
ভয় পেওনা বলছি তোমায় স্বাধীনতার জন্য
শান্ত ছেলেও ক্ষেপে গিয়ে উঠবে হয়ে বন্য ।
ধন্য আমি ধন্য মাগো জন্মেছি এই দেশে
মরণটাও হয় যেন এই দেশকে ভালোবেসে ।
No comments:
Post a Comment