খোকা ও ইশকুল

ভোরবেলার এই যন্ত্রণা তো 
লাগছে না আর ভালো 
ছোট্ট খোকা ভাবছে বসে 
মুখটি করে কালো 
ব্যাগ কাঁধে নাও,দুধ টুকু খাও 
রোজ সকালের রুটিন 
মা যদি ভাই বুঝত এটা
মানা কতো কঠিন । 
ছাতার মাথা তারপরও তো
ইশকুলে হয় যেতে 
বেতের বারি, স্যারের বকা 
সব কিছু হয় খেতে । 
স্যারের মাথায় বুদ্ধি ভীষণ 
বলবো কি আর ভাই 
যেই পড়াটা হয়নি করা 
ধরবে শুধুই তাই । 
তখন কি আর খোকার বলো 
করার কিছুই থাকে 
কানটা ধরে দাঁড়াতে হয় 
মেইন দরজার ফাঁকে । 

No comments:

Post a Comment