ক্লেভার ম্যান


এতই ভালো ভালবাসিস যদি- 
দূরে সরে থাকিস কেন ! 
একা থাকার কষ্টে কাঁদি
তাই দেখে তুই হাসিস কেন ! 
মনের ব্যথা বলতে গেলেই 
জ্ঞান দিতে তুই আসিস কেন ! 
আবেগ শেয়ার করতে গেলেই
বন্ধ চোখে করিস ধ্যান । 
এড়িয়ে যেতে আমার কথা
শীতের রাতেও ছাড়িস ফ্যন
ফ্যনের বাতাস উড়িয়ে নেবে 
মনের কথা ভাবিস কেন ! 
বুদ্ধি করে হরহামেশা
চেপে যাওয়ার করিস প্ল্যান
সত্যি ডিয়ার মানছি আমি ,
ইউ আর ভেরী ক্লেভার ম্যান ।

No comments:

Post a Comment