বিশ্বকাপের উষ্ণ হাওয়াএ দুলছে গোটা বিশ্বটা
উত্তেজনা সবার মাঝে, দেখার মতন দৃশ্যটা
দেখতে খেলা বসছে মেলা ক্রিকেট মাঠের চারপাশে
গোল হয়ে সব দেখছে খেলা টিভি সেটের আশপাশে
উইকেট পতন ছক্কা চার এ চেঁচিয়ে ওঠে উল্লাসে
নিজের দলের খারাপ খেলায় কেউবা ফাটে আক্রোশে
আনন্দের এই বহিঃপ্রকাশ কেউবা করে রঙ মেখে
কেউবা আবার হেসেই মরে এসব লোকের ঢং দেখে ।
বিশ্বকাপের এই কটা দিন কাটছে যেন উৎসবে
ব্যাস্ত সবাই এইটা নিয়ে কাপটা যাবে কার ঘরে
লক্ষ কোটি মানুষ এখন দুলছে একই চিন্তাতে
No comments:
Post a Comment