পাত্রী সমাচার

উদার মনের উদাস ভাই
তাহার জন্য পাত্রী চাই
পাত্রীর নাক হোক না বোঁচা
দাঁত কপাটি থাকুক উঁচা
কি যায় আসে হলই বেটে
হচ্ছে বিয়ে বেজায় লেটে।
দেখুন না ভাই একটু ঘেঁটে
পত্রিকাতে কিংবা নেটে
গায়ের রঙে আপত্তি নাই
হোক না সাদা কিংবা মেটে।
থাকলোই বা ঠোঁটের উপর
ভাসা ভাসা গোঁফের রেখা
পরচুলাতে ঢাকা মাথায়
নাইবা পেলো চুলের দেখা।
উদাস ভাইয়ের উদার মনে
তিনিই হবেন রূপের রানী
উড়ো খবর শুনতে পেলুম
রানী নাকি আধেক কানি!
যাহোক এসব পরের কথা
আগে তো পাই পাত্রী
মণ্ডা মিঠাই কোরমা খাবো
হয়ে বরের যাত্রী।
হোক অবসান উদাস ভাইয়ের
একলা যাপন রাত্রি
হে বিধাতা দাও মিলিয়ে
যা হোক একটা পাত্রী।

No comments:

Post a Comment