ঝড়ের প্রত্যাশা

ঝড়ো হাওয়া নিক উড়িয়ে
দুঃখ ব্যথা ক্লান্তি,  
ঝড়ের তোড়ে যাক উড়ে সব 
ভুল ত্রুটি আর ভ্রান্তি । 
ঝড়ের বেগ আজ দিক ভেঙে 
সব অহংকারীর দণ্ড,  
দুর্নীতিবাজ কুটিল জগত 
তাও হয়ে যাক পণ্ড । 
ধুলোর মত যাক মিলে সব 
অভাব পীড়া কষ্ট,  
মনের ভেতর লুকিয়ে রাখা 
দুখ হয়ে যাক নষ্ট । 
এমন ঝড়ের আশায় মানুষ 
গুনছে প্রহর অষ্ট 
ফিরবে পথে তারা 
যারা ছিল যে পথভ্রষ্ট । 


No comments:

Post a Comment