আমি কেউ নই


কেউ শুধালে জানিয়ে দিও 
খাতায় জমা ধুল আমি
পথের ধারে ফোটা কোন
নাম না জানা ফুল আমি।
সত্য তো নই মিথ্যা বটে
তিমির কালো রাত্রি
পথ হারিয়ে হাতড়ে চলা
এক মুসাফির যাত্রী।
কেউ শুধালে দেখিয়ে বোলো
নইতো তেমন চেনা
তোমার জমা দুঃখ গুলো
আমার থেকেই কেনা।
কেউ শুধালে বোলো ,আমি
কাছের তো নই দূরের কেউ
সাগর বেলায় ধাক্কা দিয়ে 
মিলিয়ে যাওয়া প্রবল ঢেউ।

No comments:

Post a Comment