আহিরের মন মেজাজ ইদানীং একদম ই ভাল যাচ্ছে না । বড়রা যদি এত অসহযোগিতা করে তাহলে কি করে ছোটরা বড় হবে বলো ? সবার সামনে প্রেজটিজ মাটি করে দেয় । গত কালকের কথাই ধরো , কত্ত দিন পর মুনপু বাসায় আসলো বেড়াতে সাথে কুটুস মুটুস ইব্রাহীম । এমনিতে মুনপু বাসায় আসলে আহিরের খুশির সীমা থাকে না কারণ মুনপু আসা মানেই সাথে আসবে আইসক্রিম আর চকলেট
। তাই সাড়া ঘর মাথায় তুলে আহির কিন্তু এখনকার কথা ভিন্ন । এখন মুনপু'র সাথে আসে গুল্টু পুল্টু ইব্রাহীম । আহির সব দিক থেকেই পুটুপুটু ইব্রাহীমের থেকে বড়
। বয়সে বড় আবার সম্পর্কে সে লক্ষ্মী একটা আন্টিমনি তাই ইচ্ছে হলেও ছোটদের সামনে হৈচৈ করে না সে
। ছোটদের সামনে তো বড়দের মত চলতে হবে তাইনা । কিন্তু বড়দের নিইয়ে যত ঝামেলা একদম ই অবুঝের মত কাণ্ড করে বসে
। মুনপু কি করেছে তাই শোন । বাসায় এসেই আদল আদল ইব্রাহীমকে কোল থেকে নামিয়ে আহিরকে কোলে তুলে ছড়া কাটতে লাগলো 





"আমার সোনা আহির পাখি
কি সুন্দর তার দুটি আঁখি
আদর আদর মাখা মাখি
দুষ্টুটাকে কোথায় রাখি
দৌড়ে কোলে আয়তো দেখি ''
কি সুন্দর তার দুটি আঁখি
আদর আদর মাখা মাখি
দুষ্টুটাকে কোথায় রাখি
দৌড়ে কোলে আয়তো দেখি ''
আগে হলে আহির ও তার বানানো ছড়াটা শুনিয়ে দিতো 

'' টিক টিক টিক
মুনপু'র ব্যগে চকলেট
ঠিক ঠিক ঠিক
তাই মুনপু এলে আহির হাসেফিক ফিক ফিক ''
কিন্তু এখন কি আর সেই দিন আছে , দিন বদলিয়েছে না
ওলে ওলে ইব্রাহীমের সামনেই যদি ইব্রাহীমের লক্ষ্মী আন্টিমনিকে মুনপু এভাবে কোলে তুলে নেয় তাহলে কেমন লজ্জায় পরতে হয় আহিরকে
। এদিকে হয়েছে কি আহিরকে মুনপু'র কোলে দেখে ইব্রাহীম প্রথমে একটু মোচড়া মুচড়ি করছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে সে হাত পা ছুড়ে নিজের ভাষায় কিছু বলতে লাগলো
। আহির নিশ্চিত তাকে কোলে দেখে টুকটুক পাখি ইব্রাহীম মনে মনে ভাবছে " আম্মুনি যেমন আমাকে কোলে নেয় আন্টিমনিকে ও তেমন, মানে আন্টিমনি ও ছোট। এই ভেবে সে হাত পা ছুড়ে তার আম্মুনি কে বলছে - তুমি একাই কোলে নিয়ে আদর করবে! আমাকেও একটু দাও, আমিও আন্টিমনিকে কোলে নিয়ে আদর করি
।'' এসব ভেবে আহিরের ভীষণ লজ্জা লজ্জা লাগছিল
। আহির ও যদি গুল্টু মল্টু ইব্রাহীমের সামনে তার আম্মুনি মানে মুনপু'কে একদিন টুক করে কোলে নিয়ে ফেলতে পারতো তাহলে বেশ হত
। মুনপু বুঝতো জুনিয়রদের সামনে জুনিয়র হলে কেমন লজ্জা লাগে । 
মুনপু'র ব্যগে চকলেট
ঠিক ঠিক ঠিক
তাই মুনপু এলে আহির হাসেফিক ফিক ফিক ''
কিন্তু এখন কি আর সেই দিন আছে , দিন বদলিয়েছে না







No comments:
Post a Comment