আশ্বাস

তোমায় নিয়ে নাইবা দিলাম 
সুখের নায়ে পা , 
নাইবা দিলাম পাড়ি দুজন 
অচিন কোন গাঁ ,  
নাইবা হল গড়া মোদের 
স্বপ্নে ঠাসা ঘর ,  
হলাম নাহয় তুমি আমি
আপন থেকে পর । 
নাইবা হল এই জনমে 
তোমায় কাছে পাওয়া , 
হাতের পরে হাত রেখে 
কোন দূর অজানায় যাওয়া । 
পাখির মতন সুরে তোমায়
নাইবা দিলাম ডাক , 
না বলা সব কথা তোমায় 
মনেই জমা থাক ।  
প্রদীপ জ্বেলে তোমার আশায় 
নাইবা হল জাগা , 
দুয়ার খুলে তোমায় দেখে 
অভিমানে রাগা ... 
কি ক্ষতি আর এই জনমে 
নাই যদি পাই কাছে 
তোমার জন্য আরেক জনম 
যত্নে জমা আছে । 


No comments:

Post a Comment